হারানো-নষ্ট হয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স উত্তোলন — SoftDoze

হারানো-নষ্ট হয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স উত্তোলন

হারানো-নষ্ট হয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স উত্তোলন
হারানো-নষ্ট হয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স উত্তোলন


হারানো ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করার উপায়। আমাদের মাঝে অনেকেই আছেন যারা ড্রাইভিং লাইসেন্স হারিয়ে ফেলছেন অথবা নষ্ট করে ফেলছেন। তারা BRTA তে না গিয়ে কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে হারানো ড্রাইভিং লাইসেন্স উত্তোলন বা রিইস্যু জন্য আবেদন করবেন এবং উত্তোলন ফি পরিশোধ করবেন। কিংবা কিভাব খুব সহজেই ঘরে বসে আপনার ফোন অথবা কম্পিউটারের সাহায্যে হারানো ড্রাইভিং লাইসেন্স উত্তোলন বা পুনরায় ড্রাইভিং লাইসেন্স রিইস্যু/নবায়নের জন্য আবেদন করতে পারবেন। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো আজকের পোস্টে।

হারানো ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করতে সবার প্রথমে আপনাকে যেই কাজটি করতে হবে তাহলো: ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে সাথে সাথে নিকটস্থ পুলিশ স্টেশনে গিয়ে জিডি করতে হবে। আপনি চাইলে ঘরে বসে অনলাইনের মাধ্যমেও জিডি করতে পারবেন। 

আরোও পড়ুন: কুইজ খেলে ইনকাম প্রতিদিন ২০০/৩০০ টাকা ২০২৪| আসলেই সম্ভব?

অনলাইনে জিডি করার নিয়ম

অনলাইনের মাধ্যমে জিডি করার নিয়ম জানতে আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তাহলে আমরা অতিশীঘ্রই এ বিষয়ে নতুন আরেকটি পোস্ট পাবলিশ করব। জিডি করার সময় আপনাকে ড্রাইভিং লাইসেন্স সকল তথ্য সমূহ দিতে হবে। যেমন:

তারপর আপনি জিডির কপিটি নিয়ে ট্রাফিক অফিসে গিয়ে দিলে তাঁরা চেক করে দেখবে আপনার ড্রাইভিং লাইসেন্সর উপর কোন মামলা আছে কি না। যদি মামলা না থাকে তাহলে তারা আপনাকে একটি প্রত্যয়নপত্র দিয়ে দেবে। 

এবারে আপনাকে যে কাজটি করতে হবে। সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সর কপি এবং প্রত্যয়ন পত্রের কপি স্ক্যান করে মোবাইল ফোন কিংবা কম্পিউটারে নিয়ে নিতে হবে। তারপরে আপনাকে অনলাইনের মাধ্যমে bsp portal ওয়েবসাইটে ঢুকে হারানো ড্রাইভিং লাইসেন্স উত্তোলনের জন্য আবেদন করতে হবে।

আরোও পড়ুন: ফেসবুক থেকে টাকা ইনকামের সহজ উপায় ২০২৪

হারানো ড্রাইভিং লাইসেন্স উত্তোলন

হারানো ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করার জন্য প্রথমে ড্রাইভিং লাইসেন্স রিইস্যু জন্য আবেদন করতে হবে। এর জন্য প্রথমে আপনাকে ফোন কিংবা কম্পিউটারের ডাটা সংযোগ চালু করতে হবে। এবারে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ অপশনে bsp.brta.gov.bd লিখে সার্চ করুন। তাহলে আপনার সামনে একটি ওয়েবসাইট চলে আসবে। এখন মেনুবারে বা 3 ডটে ক্লিক করলে আপনি ‘নিবন্ধন’ এবং ‘প্রবেশ করুন’। নামে দুটি অপশন দেখতে পাবেন। 

হারানো ড্রাইভিং লাইসেন্স উত্তলোন- Bongovasha

bsp portal এ যদি আপনার ইতিমধ্যে একাউন্ট থাকে তাহলে ‘প্রবেশ করুন’ অপশনে ক্লিক করে লগইন করে নিন। আর যদি একাউন্ট না থাকে তাহলে ‘নিবন্ধন’ অপশনে ক্লিক করে জন্ম তারিখ, জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট তৈরি করে নিন। একাউন্ট তৈরি করা হয়ে গেলে একাউন্ট লগইন করে নিন। তারপর মেনুবার বা 3 ডট অপশন থেকে ‘ড্রাইভিং লাইসেন্স’ অপশনে ক্লিক করুন। 

আরোও পড়ুন: ছোট ছোট কাজ করে ফ্রি টাকা ইনকাম করার অ্যাপ বিকাশে পেমেন্ট

হারিয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স পুনরায় রিইস্যু জন্য আবেদন- বঙ্গভাষা

তাহলে আপনার সামনে অনেক গুলো অপশন চলে আসবে। এখন হারানো ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করার জন্য ‘ড্রাইভিং লাইসেন্স প্রতিলিপি’ অপশনে ক্লিক করুন। তাহলে আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে। এখন আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বার দিয়ে অনুসন্ধানে ক্লিক করুন। তাহলে আপনার সামনে ড্রাইভিং লাইসেন্স নাম্বার, রেফারেন্স নাম্বার ও আপনার ছবিসহ অন্যান্য তথ্য চলে আসবে।

এখন আপনি নিচের দিকে একটু স্ক্রোল করে নামলে ‘সেকশন এ’ দেখতে পাবেন। যেখানে আপনার পেশা, রক্তের গ্রুপ ও শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স অপর পাশ থাকা ‘প্রথম ইস্যুর তারিখ দিয়ে’ ফর্মটি পূরণ করুন। তারপর সামান্য একটু নিচে দিকে তাকালে দেখতে পাবেন। আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দিতে বলছে। সেখান আপনার ঠিকানাটি সঠিকভাবে বসিয়ে দিন। 

আরোও পড়ুন:  প্রবাসী কল্যাণ ব্যাংক লোন অনলাইন আবেদন কিভাবে করবো

এখন আরেকটু নিচে স্ক্রোল করলে ‘সেকশন বি’ দেখতে পাবেন। সেখান থেকে আবেদনের কারন সিলেক্ট করতে হবে। এখন আবেদনের কারন হিসেবে ‘হারানো’ বা ‘ক্ষতিগ্রস্থ’ সিলেক্টট করুন। যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটি ক্ষতিগ্রস্থ হয় তাহলে ‘ক্ষতিগ্রস্থ’ সিলেক্ট করুন। এক্ষেত্রে আপনাকে জিডির কপি সাবমিট করতে হবে না।

যেহেতু আমাদের ড্রাইভিং লাইসেন্সটি হারিয়ে গেছে। তাই আমরা হারানোর কারন হিসেবে  ‘হারানো’ অপশনটি সিলেক্ট করব। এখন হারানো ড্রাইভিং লাইসেন্স উত্তোলন করার জন্য তিনটি ডকুমেন্ট সাবমিট করতে হবে। যেগুলো হলো: 

এখন তিনটি অপশনে সঠিকভাবে সকল ডকুমেন্ট আপলোড করে দিন। তারপর নিচের দিকে নামলে ‘স্মাট কাড প্রাপ্তির ঠিকানা’ অপশন দেখতে পাবেন। এখন ‘ঠিকানার ধরন’ অপশনে ক্লিক করলে ৩টি অপশন দেখতে পাবেন। যেমন: 

অর্থাৎ আপনি কিভাবে আপনার স্মাট কাডটি নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন। আপনি যদি নতুন কোন ঠিকানায় স্মাট কাডটি নিতে চান সেক্ষেত্রে others অপশনে ক্লিক করে নতুন ঠিকানা দিয়ে সংরক্ষণ অপশনে ক্লিক করতে হবে। কিন্তু আপনি যদি Present address বা Permanent address এ হারানো ড্রাইভিং লাইসেন্সটি পেতে চান। তাহলে উল্লেখিত দুটি অপশন থেকে যে কোন একটি সিলেক্ট করুন এবং সঠিকভাবে এড্রেসটি পূরণ করুন। তারপর ‘সংরক্ষণ’ অপশনে ক্লিক করে তথ্য গুলো সংরক্ষণ করুন। 

আরোও পড়ুন: মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো বিস্তারিত

হারিয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স তথ্য সংরক্ষণ- বঙ্গভাষা

সংরক্ষণ অপশন ক্লিক করলে তথ্য গুলো সংরক্ষণ হয়ে যাবে এবং তার পাশে ‘অনলাইন ফি জমা’ নতুন একটি অপশন চলে আসবে। সেটিতে ক্লিক করে ভিতরে প্রবেশ করুন। তাহলে আরেকটি নতুন পেইজ চলে আসবে। যেখানে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স সকল তথ্য দেখতে পাবেন। সব গুলো তথ্য ভালো করে আরোও একবার চেক করে নিন। 

হারানো ড্রাইভিং লাইসেন্স উত্তোলন- বঙ্গভাষা

এখন একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবেন আপনাকে ড্রাইভিং লাইসেন্স রিইস্যু জন্য কত টাকা ফি জমা দিতে হবে তা উল্লেখ আছে। এখন আবেদন করার জন্য মূল ফি ২০০ টাকা, কাড ফি ৬১০ টাকা, ভ্যাট ফি ১২২ টাকা এবং হোম ডেলিভারি ফি বাবদ ৬০ টাকা। সর্বমোট ৯৯২ টাকা। হারানো ড্রাইভিং লাইসেন্স রিইস্যু জন্য পেমেন্ট করতে হবে।

আরোও পড়ুন: ডিজিটাল মার্কেটিং A to Z বিস্তারিত গাইডলাইন

ড্রাইভিং লাইসেন্স উত্তোলন ফি

হারানো ড্রাইভিং লাইসেন্স উত্তোলন বা রিইস্যু ফি পরিশোধ করতে ‘ফি জামা দিন অপশনে’ ক্লিক করুন। তাহলে আপনার দেওয়া প্রদত্ত ফোন নাম্বারটি দেখতে পাবেন। সেখান থেকে পাশে থাকা  টিক চিহ্নের উপর ক্লিক করুন।

হারানো ড্রাইভিং লাইসেন্স উত্তোলন ফি পরিশোধ প্রক্রিয়া- বঙ্গভাষা

এখন আপনি নিচে স্ক্রোল করলে অনেক গুলো পেমেন্ট গেটওয়ে দেখতে পাবেন। সেখান থেকে কিভাবে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করুন। এখন আপনি যদি বিকাশ/নগদে পেমেন্ট করতে চান। তাহলে সেটি সিলেক্ট করে ‘I agree’ অপশনে টিক মার্ক দিয়ে ‘নিশ্চিত’ অপশনে ক্লিক করুন। ধরে নিলাম আপনি বিকাশ গেটওয়ে সিলেক্ট করলেন।  এখন আপনার বিকাশ নাম্বার দিয়ে Proceed অপশনে ক্লিক করুন। তাহলে আপনার ফোন ৬ অক্ষরের ভেরিফিকেশন কোড চলে আসবে। 

আরোও পড়ুন: ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং কোর্স বিস্তারিত

কোডটি বসিয়ে। আপনার একাউন্টের পিন নাম্বার দিয়ে দিন। তাহলে আপনার একাউন্ট থেকে মোট ১ হাজার ৬ টাকা ৮৮ পয়সা ফি কেটে নেওয়া হবে। এখন আপনার পেমেন্ট হয়ে গেলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে সাবমিট হয়ে যাবে।

হারানো বা নষ্টে হয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স উত্তোলন

ফি পরিশোধের তারিখ

ফি পরিশোধের পর ফি পরিশোধের তারিখ ও লাইসেন্স Fee paid দেখাতে পাবেন। তার মানি আপনার হারানো ড্রাইভিং লাইসেন্স উত্তোলন আবেদন সম্পন্ন হয়েছে। এখন BRTA অফিস থেকে আপনার আবেদনটি যাচাই করা হবে। সকল তথ্য সঠিক থাকলে অফিস থেকে আবেদনটি Approved করে দিবে এবং আপনাকে একটি ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেবে। 

আরোও পড়ুন:  জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি মোবাইল অথবা ডেস্কটপ দিয়ে ২০২৪

এখন আপনি চাইলে এই ই লাইসেন্সটি ডাউনলোড করে নিতে পারবেন এবং যেকোন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। তারপর আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট হলে আপনার ঠিকানায় ডেলিভারি হয়ে যাবে।

আশা করি, বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজেই হাতে থাকা মোবাইল ফোন দিয়ে, হারানো ড্রাইভিং লাইসেন্স উত্তোলন আবেদন এবং আবেদন ফি পরিশোধ করবেন। এরকম নিত্য প্রয়োজনীয় পোস্ট পেতে চোখ রাখুন বঙ্গভাষা ওয়েবসাইটে ধন্যবাদ!

 

WELCOME TO SOFTDOZE.COM

Softdoze.com is a technology-focused website offering a wide range of content on software solutions, tech tutorials, and digital tools. It provides practical guides, reviews, and insights to help users optimize their use of software, improve productivity, and stay updated on the latest technological trends. The platform caters to both beginners and advanced users, delivering useful information across various tech domains.

If you like the post, share it and give others a chance to read it.